বিনোদন ডেস্ক :
এবছর নুরসত অবশ্যই অসুর বধ করবেন। তবে পুজোয় নয়। ভরা শীতে। জিতের আগামী ছবি ‘অসুর’-এ। তারই পোস্টার মুক্তি পেয়েছে রবিবার।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর বিশেষ পুজো বিজ্ঞাপনী প্রচার গান। সেখানে রাজ চক্রবর্তীর পরিচালনায়, শুভশ্রী, মিমির সঙ্গে তাঁকে আগমনী গানের তালে নাচে অংশ নিতে দেখা গেছে। এবার কি তাঁর অসুর বধের পালা! টলিপাড়ার খবর, এবছর নাকি অসুর বধ করতে দেখা যাবে তাঁকে। তাহলে কি এবছর কোনও ছোটপর্দায় মহালয়ার দিন তাঁকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে? রটনার কিছুটা সত্যি, কিছুটা নয়। এবছর নুরসত জাহান অবশ্যই অসুর বধ করবেন। তবে পুজোয় নয়। ভরা শীতে। জিতের আগামী ছবি ‘অসুর’-এ। তারই ফার্স্ট লুক মুক্তি পেয়েছে রবিবার
এর আগে গণেশ চতুর্থীর দিন জিতের এবং এক সপ্তাহ আগে আবির চট্টোপাধ্যায়ের ফার্স্ট লুক সামনে এসেছিল। এবার প্রকাশ্যে এলেন নুসরত। কিগন (জিৎ) বন্ধু অদিতি হিসেবে। লোকসভা নির্বাচনে জয়, বিয়ে এবং সাংসদ হওয়ার পর নুসরত জানিয়েছিলেন, ছবির দুনিয়াতে ফিরবেন খুব শিগগিরিই। সেই কথা রেখে তিনি আবার ফিরছেন শুটিং ফ্লোরে।
অসুর রঙিন ‘আবির’-এ, সামনে এল ছবির দ্বিতীয় পোস্টার
আগামী ছবিতে নুসরতের সুক একেবারেই অন্যরকম। চোখে চশমা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, পরনে শাড়ি— ‘অদিতি’ নুসরতকে দেখে মনে হচ্ছে সত্যিই তিনি যেন আর্টসের ছাত্রী। প্রসঙ্গত, ‘শত্রু’ আর ‘পাওয়ার’ ছবির পর নুসরত-জিৎ আবার রুপোলি পর্দায় ফিরছেন এই ছবির হাত ধরে।
Leave a Reply