সিলেট প্রতিনিধি :
সিলেট মহানগর চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ সুরমার কদমতলীর মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রফাতারকৃতের নাম মিলন খানকে (৪৪)। সে যশোর জেলার বাঘারপাড়া থানার প্রয়াত কাদির খানের ছেলে।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার জেদান আল মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার মিলন আল মোবারাক বাসের চালক। সে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করত। পরে তার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।
Leave a Reply