নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পর্যটন জোনগুলোতে বিদেশি পর্যটকদের জন্য ক্যাসিনো থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সচিব এ কথা জানান।
বাংলাদেশে ক্যাসিনো থাকার বিষয়ে গুরুত্বারোপ করে সচিব মহিবুল হক বলেন, ‘ক্যাসিনো বাংলাদেশে বিশেষ করে পর্যটকদের জন্য দরকার।
মালয়েশিয়ায় পাসপোর্ট দিয়ে ক্যাসিনোতে ঢুকতে হয় বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা পর্যটকদের জন্য এ ধরনের কোনো সুযোগ-সুবিধা দিতে পারছি না। আমরা যেখানে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করব, সেখানে বিদেশিদের জন্য এসব সুযোগ-সুবিধা থাকবে।’
তবে সরকারের উদ্যোগের বিরোধীতা করছেন না বলে দাবি জানিয়ে তিনি বলেন, ‘এখন যে সরকারের ক্যাসিনোবিরোধী অভিযানের উদ্যোগে আমি দ্বিমত পোষণ করছি না। সরকারের উদ্যোগের সাথে সম্পূর্ণ একমত। তবে আমি যেটা বলতে চাচ্ছি বিদেশিদের জন্য, যেখানে শুধু পাসপোর্ট দিয়েই তারা যাবে। আমি এ কথাটাই বলতে চাচ্ছি।’
পর্যটকদের জন্য এ ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টির ইচ্ছার কথা জানিয়ে সচিব বলেন, পর্যটকরা পাসপোর্ট দিয়ে ক্যাসিনোতে যাবে। ব্যাংককের মতো বিদেশিদের জন্য নাইট ক্লাব-ক্যাসিনোর উদ্যোগ আছে কিনা- জানতে চাইলে পর্যটন সচিব বলেন, ‘আমি যেটা মনে করি বিদেশি পর্যটকদের জন্য যদি আমরা কোনো এক্সক্লুসিভ জোন করি, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে যেসব সুযোগ-সুবিধা বিদ্যমান আছে, বাংলাদেশেও সেই ধরনের সুযোগ-সুবিধা দিতে আমার তো মনে হয় কোনো অসুবিধা নেই। হতেই পারে।’
বর্তমানে ঢাকার ক্যাসিনোগুলো সম্পূর্ণ অবৈধ বলে অভিযোগ করে তিনি বলেন, ‘বর্তমানে ক্যাসিনোতে যে অভিযানগুলো চলছে এগুলো সম্পূর্ণ অবৈধ। আমি মনে করি সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে।’
Leave a Reply