টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র সক্রিয় এক সদস্যের যাবজ্জীবনসহ অন্য তিনজনকে বিভিন্ন মেয়াদে করাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য হলেন বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগড়া কলোনির জয়নাল আবেদীনের ছেলে আবু সাইদ। তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সাড়ে চার বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলো টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী গ্রামের ছমেদ আলীর ছেলে জুয়েল মিয়া, গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে মোসলেম উদ্দিন। এদের প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিনমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে আতাউর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিনমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৪ আগস্ট কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের আতাউর রহমান খানের বাসা থেকে ডিবি পুলিশ জেএমবির সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করে। এসময় ঐ বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। একই দিন কালিহাতী থনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
Leave a Reply