জামালপুর প্রতিনিধি:
সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। এ দেশের নারীদের আর পিছিয়ে রাখার সুযোগ নেই। নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের কাজ করার অগ্রাধিকার সুনিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নারীদেরকে পদায়নের মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। মঙ্গলবার জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মহিলা আওয়ামী লীগ সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার মনির সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা ফারুকী, যুগ্ম আহ্বায়ক হাসিনা বেগম প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় ধাপে আগামী তিন বছরের জন্য সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে ফারজানা ইয়াসমিন লিটা এবং মাহমুদা বেগম নিপা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
Leave a Reply