জ্যেষ্ঠ প্রতিবেদক :
জি কে শামীমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলী উৎপল কুমার দে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া বেগমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’কে গণপূর্ত অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। বিসিএস (গণপূর্ত) ক্যাডারের এ কর্মকর্তাকে পদলিপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদ/কর্মস্থলে পদায়ন করা হল। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আমলা, প্রকৌশলীদের বড় অঙ্কের টাকা ও দামি উপঢৌকন দিয়ে পূর্ত মন্ত্রণালয়ের বড় বড় টেন্ডার বাগিয়ে আনতেন এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম। এ বিষয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, সরকারের প্রায় সব ঠিকাদারি কাজ জি কে শামীম কীভাবে পেয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জি কে শামীমের এসব দরপত্র পাওয়ার ক্ষেত্রে পূর্তমন্ত্রণায়লের কেউ যদি জড়িত থাকে সেটিও খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে কারও দুর্নীতি বরদাশত করা হবে না।
এর আগে, শুক্রবার নিকেতনের নিজ কার্যালয়ে বিপুল পরিমাণ টাকা, এফডিআর ও অবৈধ অস্ত্রসহ আটক হন যুবলীগ নেতা জিকে শামীম।
অভিযান শেষে র্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারওয়ার আলম জানান, অভিযানে শামীমের কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্রসহ নগদ ১ কোটি ৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬৫ কোটি ৮০ লাখ টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট রেট) জব্দ করা হয়েছে। এর মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি টাকা ও ২৫ কোটি টাকা তার নামে। এছাড়াও ৭টি শটগান, বিদেশি মুদ্রা ও মাদক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের পর জি কে শামীমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তার সাত দেহরক্ষীর প্রত্যেককে অস্ত্র মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
Leave a Reply