মোহাম্মদ দিদার
কবিতা
নিঃশ্বাসতো চলছে দিব্যি….
তবুও বারংবার মনে হয়, মনে হয় আমি মৃত!
বিশ্বাসই হতে চায় না, কোনো ক্রমেই না।
সত্যিই আমি বেঁচে আছি কিনা!
হবেই বা কি করে শুনি?
যেখানে
শুনার কথা, দোয়েলের শিসের শব্দ।
সেখানে
ধর্ষিতার করুণ আহাজারিতে হতে হয় স্তব্ধ!
শোনার কথা, মক্তবে যাওয়া ছোট্ট শিশুর হাসি
ছ’বছরেও ধর্ষিতা হয়, শুনছি হরহামেশাই।
শোনার কথা, সবার মুখে সত্যের হবে জয়।
টাকার কাছে মিথ্যেই শেরা, সত্য হচ্ছে ক্ষয়!
ধনী গরীবে ভেদাভেদ রবে না থাকবো মিলেমিশে
গরাীবদের আজ বেহাল দশা, ধনিরা মারছে পিষে!
নেতারা হবে নীতিমান, এমনই কথা ছিল
নীতি বেচিয়া, দুর্নীতির পাহার নেতারাই গড়লো!
কলেজ ভার্সিটির ক্লাসে হবে মানবিকতার শিক্ষা
হচ্ছে প্রেম পিরিতি,রাজনীতির মতো করুণ অপশিক্ষা!
লাখো শহীদের রক্তের দামে পেয়েও স্বাধীনতা।
সত্য ভুলে ক্ষমতার কাছে মানতে হয় পরাধীনতা!
বেঁচে থেকেও নিজেকে আজ মৃতই মনে হয় তাই
বাচার তরে মানবিকতা নামক অক্সিজেন পেতে চাই।
Leave a Reply