গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন শিক্ষার্থীরা।বুধবার ভিসির পদত্যাগের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করছেন তারা।আজ সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। তারা ভিসির পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে যোগ দেন। স্লোগানে স্লোগানে উত্তাল ওয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। ভিসির পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করেন শিক্ষার্থীরা।এদিকে আজ শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখতে আসবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের আন্দোলন বিষয়ে ইউজিসির অধ্যাপক মো. আলমগীর হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গত শনিবার ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো মামলা করেনি।এদিকে, শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে ভিসির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল গালিব।
এসময় তিনি বলে, শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে তিনি যে মন্তব্য করছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরউদ্দিন আহমদ জানিয়েছেন, ইউজিসির একটি তদন্ত দল তদন্ত করতে গোপালগঞ্জের পথে রয়েছে। তাদেরকে সব ধরনের তথ্য ও নথিপত্র দিয়ে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি।
Leave a Reply