সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার দিরাইয়ের কালিকুটা হাওরে নৌকাডুবিতে মা-ছেলে ও মা-মেয়েসহ মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কালিকুটা হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। রাতেই পাঁচজনের এবং বুধবার সকালে আরোও চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-উপজেলার নোয়ারচর গ্রামের আবজাল মিয়ার স্ত্রী আজিরুন (৩০) ও তার ছেলে আসাদ (৫) এবং মাছিমপুর গ্রামের আরজ আলীর স্ত্রী রুহিতুননেছা (৩৫) ও তার মেয়ে তাছমিনা (১১)। এছাড়া একই গ্রামের জমশেদ আলীর মেয়ে শান্তা (৩), পরুয়ার নজিব উল্লার স্ত্রী করিমা (৭০), মাছিমপুরের বাবুল মিয়ার ছেলে শামীম মিয়া (২), বদরুল মিয়ার ছেলে আবির মিয়া (৩), পেরুয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শহীদুল (৪), নোয়ারচর গ্রামের আনজল মিয়ার ছেলে সোহান মিয়া।পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নে ৩১ জন যাত্রীসহ একটি ইঞ্জিন চালিত নৌকা হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় জীবিত ২১ জনকে উদ্ধার করেন এলাকাবাসী। এছাড়া মৃত অবস্থায় উদ্ধার করা হয় ১০ জনকে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে মা-ছেলে ও মা-মেয়েসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply