বিনোদন প্রতিবেদক :
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। গত ৩ বছর ধরে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আনজাম মাসুদ। সীমিত বাজেট দিয়েও অনুষ্ঠানটি বেশ দর্শকপ্রিয় করেছিলেন তিনি। কিন্তু এটি আর উপস্থাপনা করবেন না আনজাম মাসুদ।অনুষ্ঠানটির ৩৭টি পর্ব করার পর এর নির্মাণ বন্ধ করে দিয়েছেন আনজাম মাসুদ। গত ১৫ সেপ্টেম্বর এর নিয়মিত পর্ব প্রচার হওয়ার কথা থাকলেও সেই শিডিউলে বিটিভিতে অন্য অনুষ্ঠান প্রচার হয়। কারণ ৩৮তম পর্ব তৈরি করেননি এ নির্মাতা। বিটিভি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন, তিনি আর পরিবর্তন নির্মাণ কিংবা উপস্থাপনা করতে ইচ্ছুক নন।আনজাম মাসুদ বলেন, ‘মিডিয়া আমার নেশা এবং পেশা। এর বাইরে আমি কিছু করি না। অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপনা, বিজ্ঞাপনচিত্র নির্মাণ, ইভেন্ট ম্যানেজমেন্ট— এগুলো আমার কাজ। পরিবর্তনের একটি পর্ব করতে আমার মাসে ১৫-২০ দিন সময় কেটে যায়। তার বিনিময়ে যে পারিশ্রমিক পাই তা রাষ্ট্রীয় শিল্পী সম্মানি কাঠামো অনুযায়ী খুবই নগণ্য। তারপরও ৩৭টি পর্ব তৈরি করতে গিয়ে কমপক্ষে আটবার বাজেট কমানো হয়েছে।’তিনি আরো বলেন, ‘জমকালো আয়োজনে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়। প্রতি পর্বে শিল্পী-কলাকুশলীদের অনুরোধ করে কাজটি করে থাকি। বারবার অনুরোধ করতে নিজের কাছেও খারাপ লাগে। তাই নিজ থেকে চিঠি দিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছি। যদিও মহাপরিচালক মহোদয় আমার চিঠি গ্রহণ করেননি, কিন্তু আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানটি আর করব না। যার ফলে এ মাসে অনুষ্ঠানটি প্রচার হয়নি।’বাজেট বাড়ানোর বিষয়ে কোনো আবেদন করেছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে আনজাম মাসুদ বলেন, ‘বাড়াতে বলব কি, উল্টো আটবার কমানো হয়েছে। মানসম্মত অনুষ্ঠান নির্মাণে বিটিভি যদি বাজেট না বাড়ায়, যোগ্য শিল্পী সম্মানী না দেয় তবে যত পরিকল্পনা চ্যানেল কর্তৃপক্ষ করুক তাতে কোনোদিন সেই অর্থে দর্শকপ্রিয়তা পাবে না। আর বিষয়টি নিয়ে কোনো ব্যক্তির প্রতি আমার কোনো অভিযোগ নেই।’সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’ পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
Leave a Reply