ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নিখোঁজের ছয় দিন পর দুই শিক্ষার্থীকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।বুধবার দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গাজীপুর জেলার জয়দেবপুর শিববাড়ি মোড় থেকে তাদের উদ্ধার করে ময়মনসিংহ ডিবি পুলিশের একটি দল।পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন ৮ম শ্রেণির ছাত্র রোমান ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ইয়াসিন। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার পর জেলা গোয়েন্দা পুলিশ উদ্ধার অভিযান চালায়। মঙ্গলবার রাতে তাদের গাজীপুরের একটি বাসা থেকে উদ্ধার করা হয়।জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, উদ্ধারকৃত শিশুরা গাজীপুরের একটি চা স্টলে কাজ করতো। তারা দুজনের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর এলাকার ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের অতিরিক্ত শাসনের ফলে তারা দুজন আত্মগোপনে যায়। বুধবার দুপুরে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়।
Leave a Reply