পটুয়াখালী প্রতিনিধি:
সাবেক শিক্ষক, গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ভূঁইয়া (৬৮) আর নেই। মঙ্গলবার বিকাল ৪টায় গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় তার জামাই সাংবাদিক সাইমুন রহমান এলিটের বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রুহুল আমিন ভূঁইয়া উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দা মো. মুজাফ্ফর হোসেন ভূঁইয়ার ছেলে। বুধবার বেলা ১১টায় গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদানের পর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা শেষে হেলিপ্যাড সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
Leave a Reply