ক্রীড়া ডেস্ক :
গোড়ালির চোটে লা লিগার প্রথম চার ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। চোট কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ও লিগে গ্রানাডার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।ভিয়ারিয়ালের বিপক্ষে মৌসুমে প্রথমবার শুরুর একাদশে থেকে কুঁচকির চোটকে সঙ্গী করেছেন মেসি। সদ্য পাওয়া এমন চোটে লিগে গেটাফের বিপক্ষে তার পরের ম্যাচে মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা হওয়ার পর দিন মাঠে নেমে একটি গোল বানিয়ে দেন মেসি। কিন্তু ভিয়ারিয়ালের বিপক্ষে ওই ম্যাচে বিরতির ঠিক আগে কুঁচকির চোটে উসমান দেম্বেলেকে জায়গা করে দিয়ে মাঠ ছাড়েন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।চোট গুরুতর না হলেও ভিয়ারিয়ালের বিপক্ষে বিপদ এড়াতে মেসিকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন ভালভার্দে। বুধবার আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে পরের ম্যাচে তিনি খেলবেন কিনা। তবে স্প্যানিশ গনমাধ্যমগুলোর খবর, চোটের কারণে শনিবার হয়তো দেখা যাবে না মেসিকে।
কোপা আমেরিকায় খেলার পর ছুটি কাটিয়ে ক্লাবে ফিরে গত ৫ অগাস্ট প্রথম অনুশীলনেই পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকে দলের সেরা তারকাকে চার ম্যাচে পায়নি লা লিগা চ্যাম্পিয়নরা। তাই শনিবার গ্রানাডার বিপক্ষে ম্যাচেও তাকে নিয়ে হয়তো কোনো ঝুঁকি নিতে চাইবেন না বার্সা কোচ ভালভার্দে।
Leave a Reply