জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) এবং ‘জি’ ইউনিটের (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।বুধবার (২৫ সেপ্টেম্বর) ৬টি শিফট এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘটলেও এ বছর এখনও সেরকম কোন ঘটনা ঘটেনি। আশা করছি বাকি পরীক্ষা গুলোতেও কোন সমস্যা হবে না।’তিনি আরও জানান, ‘আজকে দুপুর থেকে বৃষ্টি হওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।’বুধবার ১ম শিফটে (সকাল ৯টা থেকে ১০টা) ৪৫৫২৮৮ – ৪৬৪৫৩২, ২য় শিফটে (সকাল ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট) ৪৬৪৫৩৪ – ৪৭৩৭৬১, ৩য় শিফটে (সকাল ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট) ৪৭৩৭৬২ – ৪৮৩০১৭, ৪র্থ শিফটে (বেলা ১টা ৫০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট) ৪৮৩০১৮ – ৪৯৫০৪৭ রোলধারীরা ‘ডি’ ইউনিটের অবশিষ্ট; ৫ম শিফটে (বেলা ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট) ৭১০০০১ – ৭১৯০৫৮ এবং ষষ্ঠ শিফটে (বেলা ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৪০ মিনিট) ৭১৯০৬১ – ৭৯৬০৮৩ রোলধারীরা ‘জি’ ইউনিটের (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।গতকাল ‘ডি’ ইউনিটের ছয়টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের পরীক্ষার মধ্য দিয়ে ‘ডি’ এবং ‘জি’ ইউনিটের পরীক্ষা শেষ হলো। এর আগে, ‘এ’ এবং ‘এইচ’ ইউনিটের পরীক্ষা শেষ হয় এবং গতকাল এই দুটি ইউনিটের ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এদিকে, আগামীকাল সর্বমোট পাঁচটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম চারটি শিফটে ‘এফ’ ইউনিটের (আইন অনুষদ) এবং পরের একটি শিফটে ‘আই’ ইউনিটের (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রসঙ্গত, এ বছর ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৭৬ হাজার ৫৪০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করছে। ফলে প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ২৩৯ জন ভর্তিচ্ছু। অপরদিকে ‘জি’ ইউনিটে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) ৯ হাজার ৮৮ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করছে। ফলে প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ১৯১ জন শিক্ষার্থী।
Leave a Reply