নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে সরকারি হাসপাতালের সামনের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুইটি ফার্মেসি মালিককে জরিমানা করা হয়।বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিয়া আক্তার শিমু।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুইটি ফার্মেসির মালিককে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিয়া আক্তার শিমু জানান, ভ্রাম্যমাণ আদালতের এমন ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ দিকে, স্থানীয়রা ভেজালবিরোধী অভিযানের প্রশংসা করে বলেন, ওষুধের পাশাপাশি সকল প্রকার খাবারের দোকানগুলোতেও অভিযান অব্যাহত রাখা উচিত। তাহলে দুষ্কৃতকারীরা খাবারেও ভেজাল করতে ভয় পাবে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন নরসিংদী জেলা ওষুধ তত্ত্বাবধায়ক হুমায়রা আফরোজ, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব শাহনেওয়াজ, আব্দুল হালিম, মো. কবির হোসেনসহ উপজেলা পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply