ঢাবি প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমণের আশংকায় দীর্ঘ প্রায় এক বছর ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। এরইমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে সেশনজটে পড়ার আশংকা। সেশনজটের অভিশাপ থেকে রক্ষা পেতে তালা ভেঙে হলে প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সকালে শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলন শুরু করে পরে প্রথমে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা হল গেইটের তালা ভেঙে হলে প্রবেশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলেও তালা ভেঙে প্রবেশ করে শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানায়, আমরা আমাদের অবস্থানে অনঢ় থেকে হল খোলার আন্দোলন চালিয়ে যাবো।
জানা যায়, সোমবার বেলা সোয়া ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল গেইটে অবস্থান নেয়। পরে তালা ভেঙে হলে প্রবেশ করে এবং হলের মাঠে অবস্থান নেয়। পরে কিছু শিক্ষার্থী নিজেদের রুমে যায়।
শহীদুল্লাহ হলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশকিছু শিক্ষার্থী হলের মাঠে অবস্থান করছে এবং সেখানে দীর্ঘদিন পরে হলে ঢুকতে পেরে আবেগাপ্লুত। হলে প্রবেশ করে তারা নিজেদর গ্রুপ ছবি তুলে এবং উল্লাস করেন।
Leave a Reply