বগুড়া প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, রোববার রাতে নিজ বাড়ি থেকে স্বপনকে আটক করা হয়। স্বপন উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার বিদ্যাসাগরের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল ওয়াদুদ বলেন, চোরাই পথে ভারত থেকে ফেনসিডিল কিনে আনতেন স্বপন। এরপর ফেনসিডিলে পানি মিশিয়ে পুনরায় বোতলজাত করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এমন অভিযোগ রোববার রাতে স্বপনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আড়াই লিটার ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply