ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালে নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচের পর আর সেঞ্চুরির দেখা পাননি বিরাট কোহলি। বুধবার নিজেদের মাটিতে আরেকটি গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। এ ম্যাচে দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে শতকের দেখা পেলেই অনন্য এক রেকর্ডের একক মালিক হবেন কোহলি। অধিনায়ক হিসেবে বর্তমানে ৪১টি আন্তর্জাতিক শতকের মালিক তিনি। রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের মালিক সময়ের সেরা ব্যাটসম্যান।
তবে আর একটি শতক করতে পারলেই কোহলি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে টপকে যাবেন। গুজরাটের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে প্রথম ম্যাচেই তার শতক ভারতীয় সমর্থকদের জন্য নিঃসন্দেহে স্মরণীয় কীর্তি হবে।
শুধু শতক নয়, আরো একটি রেকর্ড গড়তে পারেন কোহলি। মোতেরায় বুধবার থেকে শুরু হতে চলা গোলাপি বলের টেস্টে জিতলে ৪ ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের মাটিতে সব চেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডও আসবে তার ঝুলিতে।
বর্তমানে মহেন্দ্র সিংহ ধোনির দখলে আছে দেশের মাটিতে ২১টি টেস্ট জয়ের রেকর্ড। তিনিই ছিলেন দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়ক। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ধোনির সঙ্গে এক মঞ্চে বসেন কোহলি। এবার মোতেরায় ভারত জিতলে কোহলি অগ্রজকে টপকে যাবেন।
Leave a Reply