গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের পূবাইলে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পূবাইলের কড়মতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর ১টার দিকে কড়মতলা এলাকায় ক্রিসেন্ট কেমিক্যাল কারখানা সংলগ্ন সড়কের পাশে মাটিচাপা দেয়া অজ্ঞাত এক ব্যক্তির হাত দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশ পূবাইলে এনে মাটিচাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply