চাটখিল প্রতিনিধিঃ-
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশঘরিয়া তফাদার বাড়ির রমিজউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভূয়া আদম বেপারী মোঃ আলম (৫৫) খপ্পরে পড়ে ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে রমিজ তার প্রাপ্য টাকা চাইলে আলম প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে জানান তিনি। এ ব্যাপারে রমিজ উদ্দিন মঙ্গলবার রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হিরাপুর গ্রামের মৃত জাফর আহমেদ এর ছেলে মোঃ আলম। তিনি সম্পর্কে রমিজের ছোট ভাইয়ের ভায়রা। আত্মীয়তার সুবাদে মোঃ আলম সৌদি আরবে লোক পাঠাবে বলে ঢাকার আব্দুল্লাহ ট্রেডিংয়ের নাম ব্যবহার করে রমিজের মাধ্যমে চাটখিলের দশঘরিয়া গ্রামের তিনজন ও রামগঞ্জ করপাড়া গ্রামের এক ব্যক্তির কাছ থেকে জনপ্রতি ৫ লাখ টাকা করে ২০ লাখ টাকা নেন এবং টাকা নেওয়ার কথা স্বীকার করে প্রায় ১০ বছর আগের রমিজকে একটি অঙ্গিকারনামা প্রদান করে। কিন্তু অঙ্গীকারনামা অনুযায়ী কাজ না করে আলম তালবাহানা শুরু করে।
এদিকে রমিজ ওই চারজন এর টাকা পরিশোধ করতে গিয়ে তার ভিটেমাটি বিক্রি করে বর্তমানে পথে বসেছে।
এছাড়া আলমের বিরুদ্ধে রমিজ কোথাও অভিযোগ করলে অজ্ঞাত টেলিফোন থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দেওয়ার পর থেকে রমিজ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে রমিজ তার প্রাপ্য টাকা আদায় এবং নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে আদম বেপারী আলমের গ্রামের বাড়িতে খোঁজখবর নিয়ে জানা যায়, এ রকম অনেকের টাকা আত্মসাৎ করে সে গত কয়েক বছর ধরে গ্রামের বাড়িতেই আর আসেনা, ঢাকায় পালিয়ে রয়েছে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি রমিজের অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply