নিজস্ব প্রতিবেদক:
সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক। ফাইল ছবি
বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাট থেকে আবারো লঞ্চ চলাচল শুরু হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সে সময় সদরঘাট ছাড়াও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ছোট বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীতে হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। সেই সঙ্গে হয় হালকা বৃষ্টি। তবে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়নি।
এছাড়া এদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঘাট ছাড়ার কিছুক্ষণ পর শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।
Leave a Reply