গানটির র্যাপ অংশে কন্ঠ দিয়েছেন রিদম নাথ। গানটির সুর ও সংগীত করেছেন অনি অর্ফিয়াস। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন স্ম্যাক আজাদ। বিশ্বকাপের প্রথম দিনে গানটি লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।
গানটির ভিডিওতে অভিনয় করেছেন আফিয়া রহমান, আফরিন মারিয়া, অধরা স্মৃতি, সুজন রানা, সাব্বির বিপ্লব, মোহন, পলাশ প্রমুখ। জয় আব্রাহামের চিত্রগ্রহণে গানটির সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রনি সরকার জিতু।
Leave a Reply