নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ হাজার ১৮৯টি মামলা ও ২৯ লাখ ১৯ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে পুলিশ। এ ছাড়া ১৫টি গাড়ি ডাম্পিং ও ৫৭০টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ এ অভিযান চালায়।
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে- হাইড্রোলিক হর্ণ ব্যবহারে ১০৪টি, হুটার ও বিকনলাইট ব্যবহারে ২টি, উল্টোপথে গাড়ি চালানোয় ১ হাজার ১৯৫টি ও মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
অপরদিকে, ট্রাফিক আইন অমান্য করার জন্যে ২ হাজার ৪৯২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ১৫টি মামলা করা হয়।
Leave a Reply