নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযুক্ত।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৭০ ইয়াবা, ২৬০ গ্রাম হেরোইন, ৫৫০ গ্রাম গাঁজা ও ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা হয়েছে।
Leave a Reply