পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী দশমিনার রণগোপালদি ইউপির আউলিয়াপুর লঞ্চঘাট এলাকায় শনিবার দুপুরে লঞ্চের পাখায় কাটা পড়ে এক জেলে নিহত হয়েছেন।
নিহত আবু শিকদার ওই ইউপির চরঘুমী গ্রামের দলিল উদ্দিন শিকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা জামিল মিয়া বলেন, আবু শিকদারসহ আরো একজন ঢাকাগামী রাসেল প্লাস লঞ্চের পেছনে নৌকায় ছিলেন। লঞ্চটি আচমকা পেছনের দিকে নেয়ায় নৌকাটি উল্টে যেয়ে আবু শিকদার লঞ্চের পাখায় কাটা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ওসি জালাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply