আন্তর্জাতিক ডেস্ক :
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নার্সের কান কেটে দিল অ্যাম্বুলেন্স চালক।
প্রেম প্রস্তাবকারী ও প্রত্যাখানকারী একই হাসপাতালে চাকরি করেন। কর্মক্ষেত্রের সূত্র ধরেই তাদের পরিচয়। সে পরিচয় প্রেমে রূপ নেয়নি বলেই এ হামলা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভারতের কেরলের তিরুঅনন্তপুরমে।
সকাল সাতটা নাগাদ ৩৫ বছরের ওই অ্যাম্বুলেন্স চালক ধারালো অস্ত্র নিয়ে ৩৯ বছরের নার্সের ওপর হামলা চালায়। ওই এলাকায় টহলরত পুলিশ নার্সকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। নার্সকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, হামলাকারী নার্সকে খুন করার উদ্দেশ্যেই হামলা করেছিল। নার্সের কানে গভীর তিন-চারটি আঘাত রয়েছে। প্রেমঘটিত কারণেই এ হামলা বলে মনে করছে তারা।
Leave a Reply