ক্রীড়া প্রতিবেদক :
চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংলিশ পেসার জফরা আর্চারের বলে মাথায় আঘাত পেয়েছিলেন প্রোটিয়া ওপেনার। সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তার মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দুপুর ৩-৩০ মিনিটে।
৩০ মে ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ১০৪ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে আর্চারের ঘণ্টায় ৯০ মাইল গতির বাউন্সারে মাথায় আঘাত পান আমলা। শুরুতে মনে হয়েছিল আঘাত তেমন গুরুতর নয়। হেলমেট পাল্টানোর জন্য ইশারাও দিয়েছিলেন তিনি। কিন্তু মাঠেই প্রাথমিক চিকিৎসা শেষে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। পরে আবার ব্যাট হাতে নেমে পড়েন আমলা। কিন্তু ১২ রানের বেশি করতে পারেননি তিনি। শনিবার দলের অনুশীলনেও হাজির হননি তিনি। এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়াই অনিশ্চিত।
রিপোর্ট অনুযায়ী, দল যখন মাঠে অনুশীলনে ব্যস্ত, আমলা তখন দলের ম্যানেজার ও চিকিৎসক মোহাম্মদ মুসাজি’র সঙ্গে লন্ডনে টিম হোটেলেই রয়ে যান। সেখানে আমলার চোট পরীক্ষানিরীক্ষা করেন মুসাজি। আমলা যদি বাংলাদেশের বিপক্ষে না খেলতে পারেন তাহলে তার স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিলার।
এছাড়া ফাস্ট বোলার ডেল স্টেইনকে নিয়েও অনিশ্চিয়তা কাটেনি। কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
Leave a Reply