নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। তবে রোববার সকাল থেকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন তারা।
সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঘরমুখী যাত্রীদের ভিড়। সকাল থেকে বৃষ্টি হওয়ায় তীব্র গরম নেই। অনেকেই বৃষ্টিতে ভিজে এসে যানবাহনের জন্য অপেক্ষা করছেন।
বাসের কাউন্টাগুলোতে বলা হচ্ছে, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর, বরিশালসহ অধিকাংশ জেলার বাসের টিকিট অনেক আগেই শেষ হয়েছে। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, কাউন্টারের লোকজনকে দ্বিগুণ বা তিন গুণ টাকা দিলে এখনো টিকিট পাওয়া যাচ্ছে।
স্টার লাইন পরিবহনের যাত্রী আব্দুস সামাদ রাইজিংবিডিকে বলেন, বেলা সাড়ে ৯টায় বাস ছাড়ার কথা, কিন্তু গাড়ি এসেছে সাড়ে ১১টায়। চট্টগ্রামে যাব। বৃষ্টির কারণে রাস্তায় যানজট হলে আরো কষ্ট হবে।
স্টার লাইন পরিবহনের কাউন্টার মাস্টার রুপম খান রাইজিংবিডিকে জানান, গাড়ি স্বাভাবিকভাবেই চলছে। আগে থেকে যেসব যাত্রী টিকিট বুকিং দিয়েছেন তারাই শুধু যাচ্ছেন।
এদিকে, সায়েদাবাদ বাস টার্মিনালে সৌদিয়া, সাকুরা রয়েল, তিশা, দোয়েল, ঈগল, হানিফ, সোহাগ, শ্যামলী, একে ট্রাভেলস, এস আলম, গোল্ডন লাইন, সার্বিকসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারের সামনে মানুষের ভিড় দেখা গেছে।
তাজুল ইসলাম নামের একজন যাত্রী রাইজিংবিডিকে জানান, মাদারীপুরের যাওয়ার জন্য সার্বিক পরিবহনের ২ জুনের টিকিট অতিরিক্ত টাকা দিয়ে সংগ্রহ করেছেন।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮টায় বাস ছাড়ার কথা থাকলেও বেলা ১১টায় বাস এসেছে। মনে হচ্ছে, পথে আরো দুর্ভোগে পড়তে হবে।’
সার্বিক পরিবহনের কাউন্টার মাস্টার হাবিবুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘ফেরি পারাপারে দেরি হওয়ায় শিডিউল অনুযায়ী ৩০-৪০ মিনিট দেরি হচ্ছে। নির্দিষ্ট সময়ে গাড়ি পৌঁছে যাবে।’
Leave a Reply