ক্রীড়া প্রতিবেদক:
চলছে ক্রিকেটের সব থেকে বড় আসর আইসিসি বিশ্বকাপ। বিশ্বকাপ মিশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। শুরুর চাপ কাটিয়ে উঠিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্ধশত পেলেন দুই টাইগার ব্যাটসম্যান সাকিব-মুশফিক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮১ রান। সাকিব আল হাসান ৫৭* ও মুশফিকুর রহিম ৫৩*।
লন্ডনের দ্য ওভালে শুরুতেই ব্যাট করতে আসেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সাথে ছিলেন হার্ডহিটার সৌম্য সরকার। দুইজনই আজ নিজের বেস্টটা দিতে বদ্ধ পরিকর। দেখে খেলছিল বাংলাদেশের দুই ব্যাটসম্যান। হেসে খেলেই দলীয় অর্ধশত পার করে টাইগাররা। আর এদিকে দুইটি রেকর্ড করে ফেললেন সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছেন তিনি।
সেই সাথে ২৯ রান করার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। দলীয় অর্ধশত পার করেই বিদায় নিলেন তামিম ইকবাল। অ্যান্ডি ফিলহুকওয়ের বলে ডি ককের হাতে ক্যাঁচ তুলে দেন টাইগার ওপেনার। ব্যক্তিগত ১৬ রানেই ফিরতে হয় তাঁকে। এরপর সৌম্য সরকারের সুযোগ ছিল নিজের ক্যারীয়ারে আরো একটি অর্ধশত যোগ করার। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। কাছেই গিয়েও পারলেন না এই টাইগার ব্যাটসম্যান।
৪২ রানে ক্রিস মরিসের লেফট সাইডের বাউন্স বলে শর্ট করলে তা গ্লাভসে লেগে চগুটে যায় পিছনে। আর দক্ষ উইকেট রক্ষক কুইন্টন ডি কক লাফ ছুটে এসে লাফ দিয়ে তা লুফে নেন। আর এতেই বিদায় হতে হয় সৌম্যকে। এরপর মাঠে আসেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। আর আগেই মাঠে ছিলেন সাকিব আল হাসান।
এই দুই ব্যাটসম্যানে প্রাথমিক চাপ সামলে উঠে দলীয় শতক পার করল টাইগাররা। একই ভাবে সাকিব-মুশফিকে ভালো ভাবেই এগোচ্ছে বাংলাদেশ। এবার দলীয় দেড়শ রান ও অতিক্রম করল টাইগাররা। দুই ব্যাটসম্যানই তুলে নিয়েছেন নিজেদের অর্ধশত। ৯৫ বলে ১০০ রানের পার্টানারশিপ তাদের এই ম্যাচে। চার মেরে নিজের অর্ধশত পার করেন মুশফিক।
Leave a Reply