ক্রীড়া প্রতিবেদক:
দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া আঘাত এনেছেন সাইফউদ্দিন। আর এতেই ব্যাকফুটে প্রোটিয়ারা। স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।
সাইফউদ্দিন শিকার হয়ে ফিরেন রাসি ভ্যান ডার ডুসেন এবং আন্দিলে ফেলুকায়ো। আউট হওয়ার আগে ডুসেন ৩৮ বলে ৪১ রান এবং আন্দিলে ১৩ বলে রান রান করেন।
Leave a Reply