নিজস্ব প্রতবিদেক
রাজধানীর লালবাগ এলাকা থেকে মাদকসহ ৩ জনকে আটক করছে র্যাব-১০। আটকৃতরা হলো- মো. সলেমি (৩২), মো. আবুল বাশার বপোরী (৪২) ও মো. শাহজাহান (৩৮)।
সোমবার ভোরে লালবাগ থানার ১/১ রোড থেকে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানায়, আটকের সময় তাদের কাছ থেকে ৭২ ক্যান বিয়ার ও ৩৯ ইয়াবা, ২টি মোবাইল ও মাদক ক্রয়- বিক্রয়ের ৩ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, লালবাগ এলাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় তারা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।
তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
Leave a Reply