চাঁদপুর প্রতিনিধি :
ঢাকার সূত্রাপুরে অপহৃত শিশু মোস্তাকিনকে চাঁদপুরের হাইমচরের নয়ানি লক্ষ্মীপুর থেকে সোমবার ভোরে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
অপহৃত মোস্তাকিন সূত্রাপুর এলাকার মো. সাহেদের ছেলে। অপহরণকারী এমরান হোসেন ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
সূত্রাপুর থানার এসআই এস.এম. সালেহীন বলেন, ৩১ মে দুপুর সোয়া ১ টায় সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটের সামনে থেকে শিশুটিকে অপহরণ করে এমরান। ঘটনার পরদিন শিশুর মা সূত্রাপুর থানায় নারী ও শিশু আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে হাইমচর উপজেলায় অপহরণকারী অবস্থান নির্ণয় করেন। সেই তথ্যে রোববার ঢাকা থেকে সূত্রাপুর থানা পুলিশের একটি টিম হাইমচর থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। হাইমচর থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, বিষয়টি অবগত করা হলে তাদের আসতে বলি। রোববার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে পুলিশ আসে। হাইমচর থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে সুস্থ্ অবস্থায় উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। শিশু ও আসামিকে সূত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Leave a Reply