সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম
সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগ্রামী ট্রাকের ধাক্কায় ছমনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছমনা খাতুন সীতাকুণ্ডের কদমরসুল এলাকার মৃত হাবিব উল্ল্যার মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগ্রামী ট্রাকের ধাক্কায় বৃদ্ধা ছমনা খাতুন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply