ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরার তজুমুদ্দিনের ভাসনভাঙ্গার এলাকা থেকে সোমবার দুপুরে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় মাংস পাচারে ব্যবহৃত ট্রলারটি উদ্ধার করা হয়।
তজুমুদ্দিন কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ভাসানভাঙ্গার চরের মেঘনায় অভিযানে সময় পাচারকারী সদস্যরা হরিণের মাংসসহ ট্রলার রেখে বনের ভিতরে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ২০ কেজি মাংস তজুমুদ্দিনের ইউএনও না থাকায় লালমোহনের ইউএনও’র কাছে দেয়া হয়।
লালমোহনের ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, উদ্ধার হওয়া হরিণের মাংস লালমোহের বিভিন্ন এতিমখানায় দেয়া হয়েছে।
Leave a Reply