ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ষষ্ঠ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই ক্রিকেটীয় পরাশক্তি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। মঙ্গলবার কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। দল দুটি পরাজয় দিয়েই শুরু করে নিজেদের বিশ্বকাপ অভিযাত্রা।
নিজেদের প্রথম ম্যাচে লজ্জার হার সঙ্গী হয়েছে শ্রীলঙ্কার। ১৯৯৬ এর বিশ্ব চ্যাম্পিয়নদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। অপরদিকে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও ভয়-ডরহীন ক্রিকেট খেলে প্রশংসা কুড়িয়েছে আফগানিস্তান। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ৮ উইকেটে হারায়। তাই আজকের ম্যাচ দিয়েই জয়ে ফিরতে মরিয়া হয়েই নামবে লঙ্কান ও আফগানরা।
মাঠের লড়াইয়ের আগে চলুন জেনে নিই দুই দলের সম্ভাব্য একাদশ:
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা/নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমাল ও লাসিথ মালিঙ্গা।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান, মুজিব-উর-রহমান/আফতাব আলম, হামিদ হাসান ও দৌলত জাদরান।
Leave a Reply