নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা মো. বেলাল উদ্দীন নিহত হয়েছে। বুধবার (২৯ মে) রাতে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ জুন) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত মো. বেলাল উদ্দীন (২৯) ভারুয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁন্দুপাড়ার ছৈয়দুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, এলাকায় একটি চায়ের দোকানের জমি দখল নিয়ে ২৯ মে রাতে বেলাল উদ্দিনের সঙ্গে চাচা মোহাম্মদুল হকের মতবিরোধ হয়। বিরোধের এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
এরপর মোহাম্মদুল হকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বেলালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলাল মারা যান। উক্ত ঘটনার পাঁচ দিনের মাথায় তার মৃত্যু হলো।
ঈদগাঁও পুলিশের ইনচার্জ (তদন্ত) মো. আসাদুজ্জামান খান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। হত্যার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply