টাঙ্গাইল প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের বিক্রমহাটিতে মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিয়েছে যানজটে আটকে পড়া যাত্রীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।
টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলেঙ্গাগামী গাড়িতে আগুন দিয়েছে সড়কে আটকে পড়া বিক্ষুব্ধরা।
এদিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোলচত্বর এলাকায় মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদরের আফরোজা পারভীন সন্তান প্রসব করেছেন।
Leave a Reply