ক্রীড়া প্রতিবেদক
আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের ৭ম ম্যাচে আজ মুখোমুখি শ্রীলংকা ও আফগানিস্তান।
বৃষ্টি বাঁধায় ৩৩ ওভার পর বন্ধ হয় খেলা। অবশ্য খেলা বন্ধ হবার আগেই আফগান ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে টিম শ্রীলংকা।
বৃষ্টি আফগানদের জন্য সুখবরই নিয়ে এসেছে, ম্যাচ জিততে ২০২ রানের লক্ষ্য পূরণ করতে হবেনা তাদের। ডিএল মেথডে আফগানদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৮৭ রান । এজন্য তাদের হতে থাকছে ৪১ ওভার।
বৃষ্টির কারণে পুনরায় খেলা শুরু হওয়ার আগে ওভার কমিয়ে ৪১ ওভার করা হয়। তবে কোটার পুরো ওভার খেলতে পারেনি লংকানরা।
আফগান বোলিংয়ে অসহায় উইকেট সমর্পণে ২০১ রানেই অল আউট হয়ে যায় তারা।
আজকের খেলায় আফগানিস্তানের সামনে রয়েছে জয়ের সহজ সুযোগ। কাজে লাগাতে পারলে লংকানদের হারিয়ে প্রথম জয়ে দিনটা স্মরণীয় করে রাখবে আফগানরা।
Leave a Reply