ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপের আজকের খেলায় টস জিতে ভারতকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানাল প্রোটিয়ারা। নিজেদের প্রথম জয়ের সন্ধানে থাকা দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে ধাক্কা খায়।
জাসপ্রিত ভোমরার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হাসিম আমলা। আউট হবার আগে তিনি ৯ বলে ৬ রান করেন। কুইন্টন ডি কককেও ফেরান ভোমরা। ১৭ বলে ১০ রান করা কক ভারত বস কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রান।
আগের ম্যাচে বাংলাদেশের কাছে হারায় এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে প্রোটিয়ারা। ডেভিড মিলার ও ডোয়াইন প্রিটোরিয়াসের পরিবর্তে একাদশে ফিরেছেন ওপেনার হাশিম আমলা ও তাবরিজ শামস।
এদিকে মোহাম্মদ শামির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ভুবনেশ্বর কুমার।
দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে মোট ৭৫টি ম্যাচ খেলেছে। যারমধ্যে ৪৬টি জয় তাদের, হেরেছে ২৭টি ম্যাচে। ভারত বর্তমান আইসিসি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে ।
ভারতের মূল শক্তি ব্যাটিং । রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে নিয়ে গড়া টপ অর্ডারকে বিশ্বের অন্যতম সেরা টপ অর্ডার হিসেবে ধরা হয়।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ব্যাটে-বলে সমানে সমান দলটির বড় শক্তি টপ অর্ডার ব্যাটিং ও পেস আক্রমণ।
ভারত একাদশ :
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, এমএস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ
দক্ষিণ আফ্রিকা একাদশ :
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এইডেন মারক্রাম, ফাফ ডু প্লেসিস, রাশি ফন ডার ডুসেন, জেপি ডুমিনি, আন্দিল পেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও তাবরিজ শামস।
Leave a Reply