ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড আগেই জানিয়েছিল তাদের আগের ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশের সুম্মখীন হবে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেই ১১ জন নিয়ে জয় এসেছিল তাদের নিয়ে কিউই বধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামবে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যবহৃত উইকেটে খেলা ও তাদের ব্যাটিং অর্ডারে বেশ কজন বাঁহাতি দেখে অফ স্পিনে বাড়তি বিকল্প হিসেবে নেয়া হয়েছিল মোসাদ্দেক হোসেনকে। নিউ জিল্যান্ডের সম্ভাব্য ব্যাটিং অর্ডারেও প্রথম ছয়জনের মধ্যে তিন জন বাঁহাতি। মেহেদী হাসান মিরাজের সঙ্গে মোসাদ্দেকের অফ স্পিনও তাই কাজে লাগাতে চায় দল।
শ্রীলংককে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে কিউইরা। সেই ম্যাচের যে একাদশ নিয়েই টাইগারদের বিপক্ষেও লড়বে ব্ল্যাক ক্যাপসরা।
লাথাম বলেন, ‘আমরা অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবো। গত ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেটি আমাদের দলটাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। প্রথম বল থেকেই আমাদের বোলাররা শ্রীলঙ্কাকে চাপে রেখেছিল। আমি নিশ্চিত, দল ও একই কাজ করতে চাইবে।’
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের একাদশ : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
Leave a Reply