ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড বিশ্বকাপের ৯ম ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুই দলই এক জয় নিয়ে বিশ্বকাপ শুরু করে এবার দ্বিতীয় জয়ের প্রত্যাশায় লড়াই শুরু করেছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। সাময়িক চাপ কাটিয়ে সাকিব-মুশিতে দলীয় শতক পার করল টাইগাররা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান। সাকিব ৩৩*, মুশফিক ১৭*, ।
বুধবার লন্ডনের ওভালে শুরুতেই ব্যাটে আসেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও আগের ম্যাচের সতীর্থ সৌম্য সরকার। বাউন্ডারি দিয়ে টাইগারদের রানের খাতা খুললো তামিম ইকবাল। আগের ম্যাচের মতন ধরে এবং দেখে খেলছিলেন টাইগার ওপেনিং জুটি। কিন্তু আজ সৌম্যর কপাল টা খারাপই ছিল বলা চলে। দলীয় অর্ধশতের কাছে গিয়ে ঘরে ফিরতে হলো তাঁকে। ম্যাট হেনরি বলে বোল্ড হলেন এই টাইগার ব্যাটসম্যান। যদিও দলকে ২৫ রান উপহার দিয়েছেন ফেরার আগে।
এরপর ক্রিজে আসেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। এসেই তামিমের সঙ্গী হন। টাইগাররা পার করে দলীয় অর্ধশত। এরপর ঠিক টাইগারদের বিশ্বকাপের প্রথম ম্যাচের মত সৌম্য আউট হওয়া আর দলীয় অর্ধশতের পরে তামিমের ফেরা। লকি ফার্গুসনের বলে এক বাজে শর্ট করেন তামিম ইকবাল। আর তা একদম হাতে গিয়ে পড়ে ট্রেন্ট বোল্টের হাতে।
কোন কষ্ট ছাড়াই তামিমকে ফেরালেন কিউইরা। ৩৮ বলে ২৫ রানের এক ইনিংস খেলেন তামিম। এ যেন দক্ষিণা আফ্রিকার বিপক্ষে টাইগারদের ম্যাচের পুনরাবৃত্তি। আবারও দলের হাল ধরলেন সাকিব-মুশফিক। তুলে নিলেন দলীয় শতক।
Leave a Reply