ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ১০ম ম্যাচে আজ মাঠের লড়াইয়ে মুখোমুখি দুই চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া ও উইন্ডিজ। অজিদের দেয়া ২৮৮ রানের লক্ষ্যে ব্যাট করছে উইন্ডিজ। শুরুতেই ২ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে ক্যারিবীয়রা।
প্রথম ওভারেই অজি বোলার কামিন্টস এর আক্রমণ। তার শিকার হন এভিন লুইস। ব্যাক্তিগত ১ রান করে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। তার পরই আউট হন গেইল। মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ২১ রানে ফিরেন তিনি।
দলের এ অবস্থায় উইন্ডিজের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৮ রান।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে শুরুটা ভালো না হলেও টেল এন্ডারদের দৃঢ়তায় ভালো সংগ্রহ পায় অজিরা। উইন্ডিজকে ২৮৯ রানের টার্গেট দেয় টিম অস্ট্রেলিয়া।
খেলা শুরুর প্রথম ওভারেই থমাসের বলে মাত্র ৬ রান করা ফিঞ্চ আউট হন হোপের হাতে ধরা খেয়ে। তারপরই ওয়ার্নার মাত্র ৩ রানে কটরেলের বলে ফিরেন হেটমেয়ারের হাতে ক্যাচ দিয়ে। দলে ফেরা আন্দ্রে রাসেল ওসমান খাজাকে ফেরান মাত্র ১৩ রানে। তিনিও ধরা পড়েন উইকেটের পেছনে শেই হোপের কাছে ক্যাচ দিয়ে। এরপর আবারো ক্যারিবীয় গতি দানব কটরেলের আঘাত, এবার তার শিকার ম্যাক্সওয়েল। তিনিও হোপের কাছে তালুবন্দী হন কোন রান না করেই ।
এরপর স্মিথ ও স্টইনিস কিছুটা রানের চাকা সচল করেন। কিন্তু তাদের এই জুটি বেশিদুর এগুতে পারেনি। অজি ব্যাটসম্যান স্টইনিসকে ১৯ রানে সাজঘরে ফেরান উইন্ডিজ বস জেসন হোল্ডার। তারপরই মাঠে আসেন ক্যারি, তিনিও রাসেলের বলে আউট হন ৪৫ রানে। মূলত ক্যারি ও স্মিথের শক্ত পার্টনারশিপে ভালো অবস্থানে যায় অজিদের ইনিংস। তারপর মাঠে আসেন ৯২ রান করা কাল্টার নীল। স্মিথ ও নীলের জুটিতে দলীয় ২৫০ পার করে অস্ট্রেলিয়া। স্মিথ ও নীল আউট হলে এরপর বাকিরা থাকেন আসা যাওয়ার মধ্যে। কামিন্স ২, স্টার্ক ৪ ও জাম্পা ০ রানে আউট হলে ২৮৮ রানে থেমে যায় অজিদের রানের চাকা।
শুরুতে টস জিতে ফিল্ডিং নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। ক্যারিবীয় বোলাররা তার পরিকল্পনাকে যথাযথ প্রমাণ দিলেন শুরুতেই ব্যাটিংয়ে নামা অজিদের পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুরু হয় আজকের খেলা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ একে ওপরের মুখোমুখি তারা। এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যেকেই জয়লাভ করে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ২৮৮/১০
স্মিথ ৭৩, ক্যারী ৪৫, নীল ৯২
ব্রাথওয়েট ৩, থমাস, কটরেল, রাসেল ২ টি ও হোল্ডার ১ টিউইকেট নেন।
Leave a Reply