ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ১০ম ম্যাচে আজ মাঠের লড়াইয়ে মুখোমুখি দুই চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া ও উইন্ডিজ। অজিদের দেয়া ২৮৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ক্যারিবীয়রা। ব্যাট করতে নেমে এখন পর্যন্ত তারা ৪ উইকেট হারিয়েছে।
দলের এ অবস্থায় উইন্ডিজের সংগ্রহ ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান।
বল হাতে ভালোই শুরু করে অজি বোলাররা। নিয়ন্ত্রিত বোলিং করে এখন পর্যন্ত উইন্ডিজের ৪ উইকেট তুলে নিতে সক্ষম হয় তারা।
প্রথম ওভারেই অজি বোলার কামিন্টস এর আক্রমণ। তার শিকার হন এভিন লুইস। ব্যাক্তিগত ১ রান করে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। তার পরই আউট হন গেইল। মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ২১ রানে আউট হন ক্রিস। পরেই নিকোলাস পুরান জাম্পার বলে অধিনায়ক ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে আউট হবার আগে করেন ৪০ রান। তারপরেই রান আউটে ২১ রানে কাটা পড়েন হেটমায়ার।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে শুরুটা ভালো না হলেও টেল এন্ডারদের দৃঢ়তায় ভালো সংগ্রহ পায় অজিরা। উইন্ডিজকে ২৮৯ রানের টার্গেট দেয় টিম অস্ট্রেলিয়া।
Leave a Reply