ক্রীড়া ডেস্ক
গত বুধবার নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিপিং করার সময় তার হাতে দেখা যায় ভারতীয় প্যারা স্পেশাল ফোর্সের রেজিমেন্টের প্রতীক। যা আইসিসির কোড অব কন্ডাক্টের নীতি বহির্ভূত।
আর এতে সমালোচনার মুখে পরেছে আইসিসি। তা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হন ধোনি ভারতীয় ভক্তদের কাছে ।
আইসিসির নিয়ম হচ্ছে আইসিসির যে কোনো আসরে ক্রিকেটের সাথে জড়িত সকল উপকরনে এমন কোন বার্তা বা সংকেত থাকবেনা যা ধর্ম, রাজনীতি ও জাতিগত কোন বার্তাবহন করে। কিছুদিন আগেই ভারতীয় দল সেনাবাহিনীর ক্যাপে মাঠে নামে অজিদের বিপক্ষে। সেইবার বিসিসিআইকে ছাড় দিলেও এইবার ছাড় দেয়নি আইসিসি।
আইসিসি থেকে ক্লেয়ার ফার্লং আইএএনএসকে জানিয়েছেন তারা বিসিসিআইকে অনুরোধ করেছে যাতে ধোনির গ্লাভস থেকে প্রতীকটি সরিয়ে নেওয়া হয়।
তবে আইসিসির হঠাৎ এই অনুরোধ ভালোভাবে নেয়নি ভারতীয় ভক্তরা। এ পর্যন্ত খুব কম ভারতীয় খেলোয়াড়কে আইসিসি তলব করেছে। আইসিসির হঠাৎ এই পরিবর্তনে বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছে ভারতীয়রা।
তাদের দাবি আইসিসি এখানে কিছু বলার কে? এই নিয়ে ভারতীয় টেলিভিশনে টকশোর টেবিলেও আলোচকরা ঝড় উঠেছে। তারা আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। আইসিসিকে মাটিতে মিশিয়ে দিয়ে টুইট করেছেন বিখ্যাত ভারতীয় অভিনেতা পরেশ রাওয়াল।
Leave a Reply