নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতর সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। গত বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন ও ঢাকার নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ কমডোর মোহাম্মদ মুসা নৌপ্রধানকে বিদায় জানান।
শুক্রবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ দিনের এ সফরে নৌপ্রধান জাতিসংঘ সদর দফতরের সহকারী মহাসচিব ও সামরিক উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল কার্লস এইচ লয়েটি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি জাতিসংঘ সদর দফতরের শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভাগের প্রধান জিন পিয়েরে লেক্রোইস্ক এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা প্রদানকারী বিভাগের প্রধান অতুল খের এর সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সাক্ষাতের সময় তারা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মিশন এলাকায় নৌবাহিনীর কার্যক্রম সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন।
Leave a Reply