শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় পাশের বাড়িতে গান শুনতে যেতে না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে এক মেয়ে।
শুক্রবার রাতে জাজিরা উপজেলার কুন্ডেরচর গ্রামে এই ঘটনা ঘটে।
জাজিরা থানার ওসি মো. বেলায়েত হোসেন বলেন, জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের আবেদ মোল্লাহ তার মেয়ে আফছানাকে পাসের বাড়ি গান শুনতে দেয়নি। এতে বাবার সঙ্গে অভিমান করে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে খুব সকালে পুলিশ পাঠানো হয়েছে। কুন্ডেরচর এলাকা পদ্মা নদীর মাঝে হওয়ায় যেতে এবং আসতে একটু সময় লাগবে।
Leave a Reply