লক্ষ্মীপুরপ্রতিনিধি:
ফাইল ছবি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউপির চরলক্ষ্মী গ্রামে শুক্রবার দুপুরে মসজিদ কমিটি নিয়ে হাওলাদার এবং বেপারী বাড়ির লোকজনের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, আলী হাওলাদার, আব্দুর রহিম, মুক্তার, আব্বাছ ও বাবুল মিয়া।
হাজীমারা ফাঁড়ি পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিন্টু ফরাজী ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন।
চরলক্ষ্মী গ্রামের হাওলাদার বাড়ির সামনে কয়েক বছর আগে একটি জামে মসজিদ নির্মাণ করে হাওলাদার পরিবারের লোকজন। ওই মসজিদের জন্য জমিও দান করে তারা। কিন্তু মসজিদ কমিটিতে হাওলাদার পরিবারের লোকজন নেতৃত্ব দেয়ায় মেনে নিতে পারেনি বেপারী পরিবার।
এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে বৈঠকে বসে উভয় পক্ষ। কিন্তু কোনো সমাধান না হওয়ায় তাদের মধ্যে কমিটি নিয়ে বিরোধ লেগেই ছিল। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে কমিটি নিয়ে উভয়পক্ষ তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। বেপারী বাড়ির লোকজন মসজিদের আসবাবপত্র ভাঙচুর করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন।
এলাকাবাসী জানান, ছাত্রশিবির নেতা ফজলু, জামাল ডাক্তার, আবুল হাসেম বেপারী, টিটু বেপারী এদের ইন্ধনে সংঘর্ষের ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান মিন্টু ফরাজী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেয়া হয় এবং চিকিৎসা নিতে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে স্থানীয়ভাবে বিরোধ মীমাংসা করা হবে।
Leave a Reply