ক্রীড়া প্রতিবেদক:
ফাইল ছবি
বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিকেলে মাঠে নামছে টিম বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়।
টাইগার শিবিরে সবাই দারুণ ফর্মে আছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে তারা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে লড়াই করেও ফিল্ডিং দূর্বলতার কারণে পরাজিত হয় টাইগাররা। আজ কার্ডিফে পরাজয়ের বৃত্ত থেকে বের হতে চাইছে মাশরাফি বাহিনী। তাই অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা, মুস্তাফিজুর রহমান।
Leave a Reply