কক্সবাজার প্রতিনিধি :
ফাইল ছবি
কক্সবাজারের বঙ্গোপসাগরের গভীরে ফের লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে জেলার সমুদ্রবন্দর হয়ে উত্তর পশ্চিমসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বলছেন, লঘু চাপের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে, লঘুচাপের প্রভাবে কক্সবাজারের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
Leave a Reply