ফেনী প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় শনিবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন কুমিল্লার চান্দিনার হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। র্যাব-৭ চট্টগ্রামের উপ-অধিনায়ক স্কোয়াডন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, ফতেহপুর রেলগেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে র্যাবের অভিযান চালানো হলে সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। পরে সেখান থেকে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি হটপটের ভেতর প্রায় ২৫ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।
Leave a Reply